আমি মিরাজ মিঠু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার্থী। আমার জন্ম ও বেড়ে ওঠা বরিশালের বাবুগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। আমি কবিতা লিখি, ফটোগ্রাফি করি, এবং সিনেমা ও রাজনীতি নিয়ে আগ্রহী।
ছোট থেকেই আমি চারপাশ বা কমিউনিটির একজন হয়ে উঠতে চাইছি; সে-লক্ষ্যে নানান কাজও করেছি, করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেও আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার থাকার চেষ্টা করেছি; পাশাপাশি ‘বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে অনুর্বর’ তকমা পাওয়া এ বিশ্ববিদ্যালয়ে নানান ধরণের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি, যা বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে সমৃদ্ধ করার কতোগুলো প্রয়াস ছিলো। কখনও ‘চাঁটগাইয়া গানের সঙ্গীত সন্ধ্যা’, কখনও ‘আমরা তিনজন শুনি’ এসব প্রয়াসেরই অংশ। ফ্যাসিবাদের দুঃসময়ে ‘আমরা তিনজন শুনি’র ব্যানারে আমরা ক্যাম্পাসে গুণীজন ও নামকরা বুদ্ধিজীবীদের আমাদের আয়োজনগুলোতে দাওয়াত করতাম, তাদের কথা শুনতাম, শুনাতাম শিক্ষার্থীদের—যেন বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে আমরা ফ্যাসিবাদের চেতনাকে সমূলে উৎপাটন করতে পারি এবং এখানের শিক্ষার্থীরা সেভাবে তৈরি হতে পারে।
আমাদের সমমনা কিছু মানুষ নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ‘ন্যায়, অধিকার, জবাবদিহিতা ও রাজনৈতিক সচেতনতা’ মূলনীতিগুলোর উপর গড়ে তুলেছিলাম ‘ডেমোক্রাটিক অ্যালায়েন্স ফর রাইটস’—যেখানে আমি সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছি।
আমি সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশের শিক্ষা কাঠামো ও রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
১৫ অক্টোবর সারাদিন
দপ্তর সম্পাদক পদে
ব্যালট নং ১১-তে ভোট দিন